Monday, March 7, 2016

অপ‌রিষ্কার ও অপ‌রিচ্ছন্নতার জন্য জ‌রিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা রেলবাজার বানিজ্যিক এলাকায় অপরিস্কার পরিবেশে খাদ্য রান্না সহ হোটেলে স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকার কারনে একটি হোটেল, কাপড় পরিমাপে মিটার স্কেল ব্যবহার না করে গজকাঠিতে কাপড়ের পরিমান কম দেওয়ার অপরাধে দুইটি কাপড়ের দোকানকে ও মেয়াদউত্ত্বীর্ন কসমেটিক পন্য ও বি.এস.টি.আই অনুমোদনবিহীন পন্য রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তি মনি চাকমা’র নেতৃত্বে এইমোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ভেড়ামারা সুইটস্ হোটেলের রান্না ঘরে খাওয়ার অনুপোযোগী খাদ্য সামগ্রী বিনস্ট করার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবশে রক্ষা করে খাদ্যপ্রস্তত ও সরবরাহের নির্দেশ দেন এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ভেড়ামারা সুইটস এর প্রোঃ তপন কুন্ডুকে ২০,০০০/= (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়াও কাপড় পরিমাপে মিটার স্কেল ব্যবহার না করে গজ কাঠিতে কাপড়ের পরিমান কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৪৯ ধারায় বন্ধু টেইলার্স এর প্রোঃ মোঃ টিপুকে ১,০০০/= (এক হাজার), মা বস্ত্রালয়ের প্রোঃ মোঃ ইসরাফ্রিলকে ৫,০০০/= (পাঁচ হাজার), মেয়াদউত্ত্বীর্ন কসমেটিক পন্য ও বি.এস.টি.আই অনুমোদনবিহীন পন্য রাখার অপরাধে ভাই ভাই কসমেটিক এর প্রোঃ মোঃ মাকসুদুর রহমানকে ১,০০০/= (এক হাজার), জয় কসমেটিক এর প্রোঃ মোঃ ফজলুল রহমানকে ২,০০০/= (দুইহাজার) এবং সুমাইয়া কসমেটিক এর প্রোঃ মোঃ আব্দুল হান্নানকে নগদ ৫০০/= (পাঁচ শত) টাকা জরিমানা আদায় করা হয়।

No comments:

Post a Comment