Tuesday, March 8, 2016

সূর্য গ্রহণ না দেখ‌লে মিস কর‌বেন

৯ মার্চ গোটা বিশ্ব দেখবে পূর্ণ সূর্যগ্রহণ। গোটা বিশ্ব বলাটা অবশ্য ভুল হবে, গোটা পৃথিবী গ্রহণের অন্ধকারে ঢাকলেও সেই দৃশ্য দেখা যাবে না সব জায়গা থেকে। কিন্তু তাই বলে কি আর তাহলে দেখা হবে না সূর্যগ্রহণ?দৃশ্য হোক বা না হোক গোটা বিশ্বকে লাইভ সূর্য গ্রহণ দেখাবে প্যানাসনিক। আর এই সূর্য দর্শন হবে সূর্য দিয়েই। সোলার এনার্জি ব্যবহার করে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিমিং করবে প্যানাসনিক। ইন্দোনেশিয়ার দ্বীপ তেরান্টেতে রাখা হবে প্যানাসনিকের একটি পাওয়ার সাপ্লাই কনটেনার। এই কনটেনারে সঞ্চয় করা হবে সোলার এনার্জি। এই এনার্জি দিয়েই দেখানো লাইভ দেখানো হবে ৪ মিনিটের পূর্ণ সূর্যগ্রহণ।

৮ই মার্চ আন্তুর্জা‌তিক নারী দিবস পালন করল ভেড়ামারা UNO

"অধিকার,মর্যাদায়,নারী - পুরুষ সমানে সমান" এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে অদ্য ৮-৩-২০১৬ তারিখ ভেড়ামারা  উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

Monday, March 7, 2016

অপ‌রিষ্কার ও অপ‌রিচ্ছন্নতার জন্য জ‌রিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা রেলবাজার বানিজ্যিক এলাকায় অপরিস্কার পরিবেশে খাদ্য রান্না সহ হোটেলে স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকার কারনে একটি হোটেল, কাপড় পরিমাপে মিটার স্কেল ব্যবহার না করে গজকাঠিতে কাপড়ের পরিমান কম দেওয়ার অপরাধে দুইটি কাপড়ের দোকানকে ও মেয়াদউত্ত্বীর্ন কসমেটিক পন্য ও বি.এস.টি.আই অনুমোদনবিহীন পন্য রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তি মনি চাকমা’র নেতৃত্বে এইমোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ভেড়ামারা সুইটস্ হোটেলের রান্না ঘরে খাওয়ার অনুপোযোগী খাদ্য সামগ্রী বিনস্ট করার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবশে রক্ষা করে খাদ্যপ্রস্তত ও সরবরাহের নির্দেশ দেন এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ভেড়ামারা সুইটস এর প্রোঃ তপন কুন্ডুকে ২০,০০০/= (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়াও কাপড় পরিমাপে মিটার স্কেল ব্যবহার না করে গজ কাঠিতে কাপড়ের পরিমান কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৪৯ ধারায় বন্ধু টেইলার্স এর প্রোঃ মোঃ টিপুকে ১,০০০/= (এক হাজার), মা বস্ত্রালয়ের প্রোঃ মোঃ ইসরাফ্রিলকে ৫,০০০/= (পাঁচ হাজার), মেয়াদউত্ত্বীর্ন কসমেটিক পন্য ও বি.এস.টি.আই অনুমোদনবিহীন পন্য রাখার অপরাধে ভাই ভাই কসমেটিক এর প্রোঃ মোঃ মাকসুদুর রহমানকে ১,০০০/= (এক হাজার), জয় কসমেটিক এর প্রোঃ মোঃ ফজলুল রহমানকে ২,০০০/= (দুইহাজার) এবং সুমাইয়া কসমেটিক এর প্রোঃ মোঃ আব্দুল হান্নানকে নগদ ৫০০/= (পাঁচ শত) টাকা জরিমানা আদায় করা হয়।

ধরমপুর রামচন্দ্রপুর ঘাটপাড়ায় পথ্য সভা

ভেড়ামারায় নারী আসামী আটক

আজ ০৭/০৩/২০১৬ খ্রিঃ ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ভেড়ামারা থানাধীন গোবিন্দপুর গ্রাম হইতে আসামী মোছাঃ রিমা খাতুন (২৩) কে ৫০০ গ্রাম গাজাসহ আটক করে। এ সংক্রান্তে ভেড়ামারা থানার মামলা নং-০৪, তারিখ-০৭/০৩/২০১৬ খ্রিঃ রুজু করা হয়।

শিলা বৃষ্টিতে ক‌য়েক হাজার পা‌খির মৃত্যু

গত কাল কুষ্টিয়া তে শিলা বৃষ্টিতে হাজারো পাখি মারা গেছে, এতে ক‌রে অনেক অতি‌থি পা‌খি আমা‌দের দেশ থে‌কে বিলুপ্ত হ‌য়ে যাচ্ছে। কর্ত‌িপক্ষের দৃষ্টি আকর্শন এসস্ত পা‌খি রো‌ধে....

ভেড়ামারা থানায় ২ আসা‌মি আটক

ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৬/০৩/২০১৬ খ্রিঃ মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ভেড়ামারা থানাধীন বামনপাড়া সাকিনস্থ আজিজ বিড়ি ফ্যাক্টরি মোড় নামক স্থান হইতে আসামী ১। রনি (২৩), ২। মোঃ শামিম হোসেন (২৭) দ্বয়কে ২০ পিচ ইয়াবাসহ আটক করে। এ সংক্রান্তে ভেড়ামারা থানার মামলা নং-০৩, তারিখ-০৬/০৩/২০১৬ খ্রিঃ, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৯(ক) রুজু করা হয়।